- হ্যালো ভাবি, শুনেছেন নাকি খবরটা?
- কি খবর না বল্লে বুঝি কি করে?
- আরে ঐ যে আমাদের বিল্ডিংয়ের 6A ভাইয়ের সাথে 3C ভাবির ইয়ের... ব্যাপারটা।
- না শুনিনি তো!
- এই জামানায় এমন চোখ নাক বুজে থাকলে চলে ভাবি? একটু আশেপাশে চোখ রাখুন।চারিদিকে যা ঘটছে! ছ্যা ছ্যা ছ্যা!
- কেনো আবার কি হলো?
- কি আর বলবো। আমাদের 5Dএর শিক্ষিতা আইবুড়ো মেয়েটা যে গতরাতে কোন এক হাভাতে ঘরের ছেলের সাথে ভেগে গেলো, সে খবর জানেন না বুঝি!
- ও তাই নাকি।
- তবে আর বলছি কি। আমি আবার গীবত একদম পছন্দ করি না।সারাদিন আল্লা বিল্লা করি।তার উপর রোজা রমজানের দিন।কার ঘরে কি হলো, এতো খবর নেওয়ার দরকারটা কি আমার বলেন? সময় কোথায়?
তবু চোখের সামনে এসব ন্যাকামো দেখলে কেমন পিত্তি জ্বলে যায়।
- কার ন্যাকামো দেখলেন?
- ঐ যে 7A ডাক্তার আপার কথা বলছি, আর কে? দেমাগে যেন মাটিতে পা পড়ে না। ভাবটা যেন উনি মহিলা বিদ্যাসাগর আর আমরা সব গণ্ডমূর্খ। তার আচরনের যা ছিরি! বাসায় তো বুয়াই টিকে না। মাসে তিন তিনটা বুয়া বদল করতে হয়। হাহাহা। আরেকটা কথা অবশ্য আমার কানে এসেছে। কাউকে আবার বলেন না যেন! (ফিসফিসিয়ে) আপার হাসবেন্ডের নাকি নজর খারাপ। আমি অবশ্য ওসব বিশ্বাস টিশ্বাস করিনা।আমার কি! ঘরের খেয়ে পরের মোষ চড়িয়ে আমার কি কাজ বলেন তো ভাবি?
- তাই তো।
- এদিকে আমাদের 4D ভাবী, চিনলেন না? পুলিশ সুপারের বউ।সারাদিন ছয় ইঞ্চি পুরু মেকাপ আর কড়া পারফিউম মেখে ক্লাব সেমিনার করে বেড়ায়।ঘরের খবর কিছু রাখে? ছেলেটা তো গত পরীক্ষায় ডাব্বা মেরে ক্লাস টপকাতেই পারলোনা। আর মেয়েটার কথা কি বলবো.. এ্যাত্তো ঢঙ্গী, কিসব খাটো খাটো ড্রেস পরে ছিঃ। ওনার সাথে আবার ডাক্তার ভাবির হেব্বি খায় খাতির ছিলো। কিন্তু এখনতো শুনি দাঁ কুমড়া সম্পর্ক। হাহাহা।
আমি ভাবি সহজ সরল মানুষ। অত প্যাঁচঘোঁচ বুঝিনা। তবে মিডিয়ায় ভাইরাল ডাক্তার পুলিশের ঐ ব্যপারটা নিয়েই যে তাদের মুখ দেখাদেখি বন্ধ, এটুকু বুঝতে Phd করা লাগেনা বুঝলেন?
- জি বুঝলাম।
- তার উপর আরেক যন্ত্রণা - পাশের ফ্ল্যাটের ঐ ধিঙ্গি মেয়ের হেঁড়ে গলায় গানের সুরে তো বিল্ডিং এ টিকে থাকাই দায় হয়ে পড়েছে।
- কিন্তু, গ্রুপে ওর গান শুনে কতো সুন্দর সুন্দর কমেন্ট করতে দেখি আপনাকে।
- ভদ্রতা ভাবি।ভদ্রতা বলে তো একটা কথা আছে নাকি! আমি নেহাৎ নির্ঝঞ্ঝাট বোকাসোকা মানুষ। মেয়েটা বারবার অনুরোধ করে তাই আরকি।
- ও আচ্ছা। ভাবি কি একটু কষ্ট করে বারান্দায় গিয়ে নিচে তাকাবেন? কবির ভাইকে দেখা যাচ্ছে যেন!
- আরে না না। ও এসময় আসবে কি করে!
- জি ভাবি ঠিকই দেখেছি। সাথে আমাদের 6B ভাবিকেও দেখা যাচ্ছে। কতো সুন্দর হাত ধরাধরি করে একই গাড়ি থেকে নামলো!
- ইয়ে.. ভাবি.. এখন রাখি কেমন? বড্ড দেরি হয়ে গেলো। কতো কাজ বাকি! আমার কি আজাইরা প্যাঁচাল পারার সময় আছে বলেন??
# আরাফ সুলতান
Comments (0)