Search

পাবলিক প্লেস ও বাসে কিছু আদবকায়দা

  • Share this:

◑ আপনি বসে আছেন পাশে অন্য এক বা একাধিক লোক আছে, এটা হোক কোনো স্থান বা কোনো গাড়ীতে- হাই ভলিউমে মোবাইলে গান, ভিডিও প্লে করবেন না; হেডফোন লাগিয়ে নিন।

◑ গনপরিবহনে উঠেই ভিড়ের মধ্য ঠেলা ধাক্কা কারও পায়ে পাড়া দিবেন না। অন্তত পা কোথায় দিচ্ছেন এতটুকু খেয়াল রেখে পা দিন। সিটের বসতে গিয়ে পাশের যাত্রীকে রোলারচাপ দিবেন না।

◑ আরেকজনের কানের কাছে বসে উচ্চস্বরে মোবাইলে কথা বলবেন না।

◑ উন্মুক্ত স্থানে এবং বাসে স্বামী-স্ত্রী হোন আর প্রেমিক-প্রেমিকা হোন কিংবা জাস্টফ্রেন্ড হোন- সামাজিক পরিবেশ বজায় রাখুন। আপনার লজ্জা না থাকতে পারে কিন্তু অন্যদেরকে আপনাদের দেখে লজ্জিত করবেন না, অস্বস্তিতে ফেলবেন না। কারন, বাবা-মেয়ে, মা-ছেলে, ভাই-বোন সাথে থাকলে আপনাদের ঐ দৃশ্যর জন্য তারা অস্বস্তিতে ভোগেন।

◑ পাশে লোক থাকলে স্ল্যাং ভাষা হতে বিরত থাকুন।

◑ পরীক্ষার সময় অনেক অভিভাবক পরীক্ষার্থীর সাথে আসেন। অধিক লোকের কারনে অনেকসময় তারা কোথাও বসার জায়গা পান না। আপনি ইয়াং ও সুস্থ হলে উঠে গিয়ে বয়স্ককে বসতে বলুন এবং নারীদের বসতে দিন। একই রকম বাসে উঠলে মহিলাদের সিটে বসবেন না। বাসে সম্ভব হলে নিজের সিট ছেড়ে নারী কেউ দাড়িয়ে থাকলে তাকে বসতে দিন (এটা মানবিক দৃষ্টিকোণ থেকে)।

◑ আরেকজন ভিডিও কলে কথা বলতেছে আপনি তার স্ক্রীন দেখছেন -এরকম অন্যর ফোনের স্ক্রীনে উৎসুখ হয়ে তাকিয়ে থাকবেন না।

◑ সিরিয়ালে লাইনে দাড়ালে গা ঘেঁসে দাড়াবেন না, সামনে-পিছনে ফাঁকা রাখুন।

◑ হাটতে হাটতে অনেকে স্মোকিং করেন, ধোঁয়া ছাড়েন যেটা আপনার পিছনে হাটা একজন অধুমপায়ীর কাছে সহ্য করা কষ্টকর। এরকম বিড়ি-সিগারেটের ধোঁয়া ছাড়বেন না।

◑ আপনার পাশের লোকের প্রতি আচরনে বিনয়ী হোন।

◑ লিফটে উঠার জন্য কোনো বয়স্ক এবং নারী উঠতে যাচ্ছে দেখে আপনি দৌড়ে গিয়ে উঠবেন না। আর লিফটে ওভারলোড হলে নিজ দায়ীত্বে নেমে পড়ুন।

◑ যদিও নাক আপনার অতএব, খোঁচানোর অধিকার আপনার আছে। তবুও পাশে লোক থাকলে আঙ্গুল দিয়ে নাক খোঁচাবেন না, বিতিকিচ্ছিরি (বিশ্রী) ভাবে কফ থুথু ফেলবেন না।

◑ নিজের সিট বরাবর পা রাখুন, পা চ্যাগাইয়া পাশের জনের বসার অসুবিধা করবেন না।

◑ কন্ডাকটর ভাড়া চাইলে দিয়ে দিন। পরে দিতাছি... পরে-ও দিবেন তো চাহিবামাত্র দিলে সমস্যা কোথায়?

এই লেখার ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

Zead Mollik

04.10.2021

Tags:

About author
আমি গল্প এবং বই প্রেমিক একজন মানুষ। গল্প এবং বই পড়তে খুবই ভালোবাসি। যেখানেই যে গল্প অথবা কাহিনী খুজে পাই সেগুলো সংগ্রহ করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি নিজেও কয়েকটি গল্প লিখেছি তবে সেগুলোর সংখ্যাটা খুবই সামান্য।